শরীয়তপুরে কৃষিঋণ মেলা শুরু

শেয়ার বিজ : ঋণ গ্রহণ করুন, উৎপাদন বাড়ান, সময়মতো ঋণ পরিশোধ করুন’ এ লক্ষ্য সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলা কৃষি ঋণ কমিটির আয়োজনে শরীয়তপুরে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দু’দিনব্যাপী কৃষিঋণ মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শরীয়তপুর সদর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মঈনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, ডাল, তেল ও মসলা জাতীয় ফসলে ৪ শতাংশ, গাভী পালনে ৫ এবং কৃষি কাজের জন্য ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এছাড়া যে কোনো মর্গেজ ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করা হবে। তবে মর্গেজ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ দেড় কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানের সুযোগ রয়েছে।

মেলায় কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকসহ ১৩ টি ব্যাংক অংশ নিচ্ছে। মেলায় কৃষকদের মধ্যে ঋণ বিতরণ ও উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। মেলায় ঋণ গ্রহণকারী ও পরিশোধকারী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করতে হলে কৃষির উন্নয়ন করতেই হবে। কৃষির উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। তারই ধারাবাহিকতায় সহজ শর্তে সরকার কৃষকদের ঋণের ব্যবস্থা করেছেন।