শর্তসাপেক্ষে মালয়েশিয়ায় যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া। তবে এজন্য নিতে হবে বিশেষ অনুমোদন। অনুমতি পেলে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারবেন।

গতকাল এ তথ্য জানিয়েছে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন। এ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দেশটির ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। কেস বাই কেস বেসিসে মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেয়া হবে।

মালয়েশিয়ায় প্রবেশের জন্য মেয়াদযুক্ত ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কভিড-১৯ প্রতিষেধক টিকা ও কভিড নেগেটিভ সনদ নিতে হবে। একই সঙ্গে সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, কভিডের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত ৮ মে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

এর আগে রেড জোন তালিকা থেকে বাদ দেয় যুক্তরাজ্য। কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটি ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ রেড জোন তালিকায় ছিল।