Print Date & Time : 13 September 2025 Saturday 2:53 am

শর্ত মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল সব সময় চলবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ‘নিয়ম ও শর্ত মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল সব সময় উন্মুক্ত থাকবে’ মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি ঘরমুখো মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুতে যানবাহন চলাচল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করি যারা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল দিয়ে যাতায়াত করবেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। কারণ পদ্মা সেতু জাতির সেতু। এ সেতু সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের অবশ্যকরণীয়।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর এ উপহারের মর্যাদা আপনারা রাখবেন তাহলে সব সময়ই পদ্ধা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তবে কোনো কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আবারও পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যেতে পারে।