Print Date & Time : 30 August 2025 Saturday 11:53 pm

শস্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তির মেয়াদ আরও চার মাস বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্স।

বৈশ্বিক খাদ্য ঘাটতি দূর করতে কৃষ্ণ সাগরের বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির এ চুক্তি স্বাক্ষর হয় গত জুলাইয়ে। চুক্তির আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়, যে করিডোর দিয়ে ইউক্রেনের বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেছেন, কৃষ্ণ সাগরে শস্য রপ্তানির উদ্যোগ জারি রাখতে সব পক্ষ সম্মত হওয়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিতে থাকা বাধা অপসারণে জাতিসংঘ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়ার সার রপ্তানির বিষয়টি চুক্তি নবায়নের অংশ হিসেবে সম্মতি এখনও আসেনি। জাতিসংঘ ও ইউক্রেন চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ১২০ দিন পর্যন্ত বাড়ানোর সম্মতি পাওয়া গেছে।

বিশ্বে খাদ্য সরবরাহ সহজ করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে জুলাইয়ে তিন মাসের জন্য চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় নিজ দেশের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্যদ্রব্য রপ্তানির সুযোগ পায় ইউক্রেন। ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান এক টুইটে বলেন, কৃষ্ণসাগরে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধির যে উদ্যোগ তা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ভালো ইঙ্গিত।

বিশ্বে গমের মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে রাশিয়া ও ইউক্রেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সার রপ্তানিসহ অন্যান্য পণ্যও। এতে বিশ্বে খাদ্য সংকট তৈরির শঙ্কা হয়।

এর পর খাদ্যশস্য রপ্তানি পুনরায় চালু করতে একটি চুক্তিতে সম্মত হয় রাশিয়া-ইউক্রেন। এ চুক্তির পর বিশ্ব বাজারে আবার ইউক্রেনের শস্য আসা শুরু করে।