Print Date & Time : 27 July 2025 Sunday 8:03 pm

শহিদ পরিবারকে সঞ্চয়পত্র কেনায় ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারগুলো যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে তার মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দিতে হবে না। গতকাল রোববার দ্বিতীয় সচিব (কর আইন-১), করনীতি উইং এইচএম শাহরিয়ার হাসান সই করা আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

এইচএম শাহরিয়ার হাসান সই করা আদেশে বলা হয়েছে, এনবিআর আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪) ক্ষমতাবলে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ দেয়া অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) উপস্থাপন হতে অব্যাহতি প্রদান করল। অপরদিকে, এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহিদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দিয়েছে এনবিআর। ২ ডিসেম্বর এনবিআর গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এনবিআর ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যক্রমকে ভ্যাট অব্যাহতি দিয়েছে। ফলে এই ফাউন্ডেশনের সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে ভ্যাট দিতে হবে না। প্রথম সচিব (মূসক নীতি) মো. মশিউর রহমান, এসিএমএ সই করা আদেশে বলা হয়েছে, যেহেতু ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান এবং দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দান-অনুদানের মাধ্যমে পরিচালিত হবে এবং যেহেতু জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবা ধর্মী প্রতিষ্ঠান। সে জন্য মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপ-ধারা (৩) ক্ষমতাবলে এই অব্যাহতি প্রদান করল।

২১ ডিসেম্বর গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা’ প্রকাশ করা হয়েছে। গণ-অভ্যুত্থানে শহিদদের প্রথম ধাপের খসড়া তালিকায় ৮৫৮ জন শহিদের নাম এবং আহতদের তালিকায় ১১ হাজার ৫৫১ জনের নাম প্রকাশ করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহত দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সহায়তার পরিমাণ ৪৭ কোটি ৩২ লাখ টাকার বেশি। বুধবার রাজধানীতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ টাকার বেশি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে। সহায়তা হিসেবে ৪৭ কোটি ৩২ লাখ টাকার বেশি দেয়া হয়েছে। ২ হাজার ২২৯ ব্যক্তির পরিবার সহায়তা পেয়েছে। এর মধ্যে শহিদ পরিবার ৬২৮। আহত ব্যক্তির পরিবার ১ হাজার ৬০১।