Print Date & Time : 5 July 2025 Saturday 7:33 pm

শহীদ পরিবারকে ইজিবাইক উপহার দিলেন বিভাগীয় কমিশনার

প্রতিনিধি, সিরাজগঞ্জ : বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক উপহার দেয়া হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবা মোঃ গঞ্জের আলীর হাতে ইজিবাইকটি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।

এ সময় জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ সুমনের পরিবারের সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মোঃ গঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (৪ আগস্ট) গুলিতে নিহত হন।