শহীদ পরিবারকে সাথে নিয়ে জবিতে গণ-ইফতার করল গণতান্ত্রিক ছাত্রসংসদ

প্রতিনিধি, জবি: শহীদ পরিবার ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে গণ-ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ সময় জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত হয় এই গণ-ইফতার মাহফিল।

জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই গণ-ইফতারের আয়োজন করে। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মূখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুুরী। আয়োজনের সার্বিক কার্যক্রমের সাথে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমি দেখেছি শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো।’

তিনি আরো বলেন, ‘অনেকে বলাবলি করছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিচ্ছে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা সর্বদা উন্মুক্ত।’

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।