২০২১-২২ অর্থবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ট্রাস্টি ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বুধবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয়। চলতি বছরের ৩০ জুন যেসব বিনিয়োগকারীর উক্ত ফান্ডে বিনিয়োগ ছিল, তারাই এই লভ্যাংশ প্রাপ্তির জন্য মনোনীত হবেন। বিনিয়োগকারীরা চাইলে এ লভ্যাংশ নগদ টাকা হিসেবে নিতে পারবেন অথবা ইউনিট ক্রয়ের মাধ্যমে পুনঃবিনিয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ ফান্ডটি তার আয়ের ৮৭ দশমিক ৭ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে লভ্যাংশ হিসেবে প্রদান করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, ‘২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পুঁজিবাজার একটি কঠিন সময় পার করেছে। এ অর্থবছরে পুঁজিবাজার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানে সক্ষম হয়েছি। বিজ্ঞপ্তি