Print Date & Time : 7 July 2025 Monday 1:31 pm

শান্তিতে নোবেল পেল অ্যালস বিয়োলিয়াৎস্কিসহ ২ সংগঠন

শেয়ার বিজ ডেস্ক : শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে। নোবেল কমিটি ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারটি বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

এক টুইটে নোবেল কমিটি বলেছে, ‘শান্তিতে নোবেল বিজয়ীরা নিজে দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে। তারা অনেক বছর ধরে সমালোচনার অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কাজ করেছে। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার প্রচেষ্টার জন্যও শান্তির এই নোবেলবিজয়ীরা প্রশংসিত।’