Print Date & Time : 5 July 2025 Saturday 4:58 pm

শাপেকোয়েন্সের বিপক্ষে নেই নেইমার

 

ক্রীড়া ডেস্ক: বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েন্সের নিহত ফুটবলারদের স্মরণে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও কলম্বিয়া। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী ২৫ জানুয়ারি ম্যাচটি মাঠে গড়াবে। সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

এই ম্যাচে অর্জিত অর্থ শাপেকোয়েন্স ক্লাব ও নিহত ফুটবলারদের পরিবারকে দেওয়া হবে। তবে এমন ম্যাচে খেলা হচ্ছে না বর্তমান সময়ের তারকা ফুটবলার নেইমারের।

ফিফার সূচিতে ম্যাচটি হচ্ছে না। তাই ব্রাজিলের কোচ তিতে দল সাজাবেন ঘরোয়া ফুটবলের খেলোয়াড়দের নিয়ে।

এর আগে অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা ফাইনালে খেলতে বিমানে চড়েছিলেন শাপেকোয়েন্সের ফুটবলার, কোচ ও কর্মকর্তারা। কলম্বিয়ার মেদেলিন শহরের বাইরে আকাশেই জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। গত ২৯ নভেম্বর সে দুর্ঘটনায় ৭১ জন প্রাণ হারান। যেখানে ১৯ জনই ছিলেন ফুটবলার। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের দল ও খেলোয়াড় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে ক্লাবটির জন্য।