Print Date & Time : 7 September 2025 Sunday 6:13 am

শাফিউজ্জামান ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

শাফিউজ্জামান সম্প্রতি ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ব্যাংকের করপোরেট অ্যান্ড লার্জ লোন বিভাগের কার্যভার গ্রহণ করেন।

১৯৯৪ সালে তৎকালীন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমান ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড) এক্সিকিউটিভ পদে যোগদানের মাধ্যমে শাফিউজ্জামান কর্মজীবন শুরু করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন এবং সেখানে বিভিন্ন বিভাগে ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা লাভ করেন।

শাফিউজ্জামান স্থানীয় ও বহুজাতিক বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ২৮ বছরের পেশাগত অভিজ্ঞতায় ১৩ বছর ঢাকার বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে করপোরেট অ্যাসেট মার্কেটিং, ক্রেডিট অ্যান্ড ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। শাফিউজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) একজন এমবিএ ডিগ্রিধারী। বিজ্ঞপ্তি