Print Date & Time : 7 September 2025 Sunday 1:47 am

শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঠাকুরগাঁওয়ে সংহতি সমাবেশ

প্রতিনিধি, ঠাকুরগাঁও: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশি ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায্য দাবি সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের চৌরাস্তায় এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলার মুখপাত্র মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সিপিবির সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচির সাধারণ সম্পাদক রেজওয়ান হক রিজু, শিক্ষক জাকির হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক, লেখক ও কলামিস্ট মাসুদ আহমেদ সূবর্ণ প্রমুখ।

সমাবেশে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবিসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা পুলিশী ও ছাত্রলীগের হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, আমরা এদেশে শামসুজ্জোহার মত শিক্ষক দেখেছি। তিনি শিক্ষার্থীদের বাঁচাতে নিজে গুলি খেয়েছেন। অথচ আমরা শাবিপ্রবিতে দেখছি একজন ভিসি কিভাবে ছাত্রদের উপর গুলি, টিয়ারসেল, সাউন্ডগ্রেনেট মেরে রক্তাক্ত করেছেন। এসময় অবিলম্বে এই ভিসির অপসারণের দাবী জানান বক্তারা।