Print Date & Time : 29 July 2025 Tuesday 11:52 pm

শামীম ওসমানের স্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শামীম ওসমান। তিনি স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গণমাধ্যমকে শামীম ওসমান বলেন, ‘অসুস্থ অবস্থায় যেখানে লিপি নিজের জীবন নিয়ে শংকিত সেখানে ও (লিপি) যখন আরেক মৃত্যুপথযাত্রী রোগীর খোঁজ খবর নিচ্ছিল আমি অনেকটা বিরক্তও হয়েছিলাম। বলছিলাম তুমি খুব অসুস্থ। কিন্তু এটা আল্লাহর রহমত। করোনায় আক্রান্ত হয়েও ও (লিপি) মানুষের জন্য কাজ করছে। আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন; হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবে।’