Print Date & Time : 6 July 2025 Sunday 2:25 pm

শার্শায় দুই আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, যশোর : যশোরের শার্শায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত এবং পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) ও কায়বা ইউনিয়নের বাগুড়ী এলাকা থেকে গতকাল মঙ্গলবার খুব ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বাগুড়ী এলাকার মৃত সরোয়ার সরদারের ছেলে মাহামুদ আলী এবং যাদবপুর (ঘোষপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমান মোড়লের ছেলে বিল্লাল হোসেন মোড়ল।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন এজাহারভুক্ত আসামি বাগুড়ী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ আলীকে গ্রেপ্তার করা হয়। অপর আরেক অভিযানে নাভারণ যাদবপুর (ঘোষপাড়া) থেকে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন মোড়েলকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারদের গতকাল দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।