Print Date & Time : 28 July 2025 Monday 12:52 am

শাশা ডেনিমসের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৪৮ শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ১৪ লাখ ৫৪ হাজার ৭২০টি শেয়ার মোট এক হাজার ১৩৭ বার হাতবদল হয়, যার বাজারদর ১২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৮২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৩৩ টাকা ৬০ পয়সা থেকে ৮৮ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২২৫ টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১২ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৬৮ কোটি ১৫ লাখ টাকা। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল সাত টাকা ৪৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ৪৪ টাকা ৮৬ পয়সা হয়েছিল। আলোচ্য সময়ে কর-পরবর্তী মুনাফা ছিল ৮৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট ১১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬৩০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট শেয়ারের মধ্যে ৪৬ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে সাত দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক শূন্য সাত শতাংশ শেয়ার রয়েছে।