Print Date & Time : 15 August 2025 Friday 11:55 am

শাহজাদপুর সীমান্ত থেকে ৭ কেজি স্বর্ণের বার জব্দ

প্রতিনিধি, বেনাপোল: যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শনিবার ভোররাতে জব্দ করা এসব স্বর্ণের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানির অধীন চৌগাছা উপজেলার শাহজাদপুর বিওপির একটি বিজিবি টিম সীমান্ত এলাকায় টহলে ছিল। সে সময় শাহজাদপুর সীমান্তবর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই স্বর্ণের বারগুলো ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারী চক্র।  

বিজিবি জানায়, জব্দকৃত ৬০ পিস স্বর্ণের বারের ওজন সাত কেজি। যার বাজারমূল্য চার কোটি ৯৬ লাখ টাকা। আটক স্বর্ণ সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হচ্ছে। তবে স্বর্ণের মূল মালিকের বিষয়ে জোর তদন্ত শুরু করেছে বিজিবি। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।