Print Date & Time : 27 July 2025 Sunday 4:32 pm

শাহজালালে পাঁচ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে প্রায় সাত কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন প্রিভেনটিভ দলের ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। আটক যাত্রীর নাম মোহাব্বত আলী (৬০)। তার বাড়ি নারায়ণগঞ্জে।

ডেপুটি কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮২ ফ্লাইটে বিমানবন্দরে আসা মোহাব্বত আলীকে প্রিভেনটিভ দলের সদস্যরা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করেন।

“পরে তল্লাশি করে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো মোট ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর ওজন ছয় কেজি ৯০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।’

মারুফুর রহমান বলেন, মোহাব্বত নিয়মিত ঢাকা-দুবাই যাতায়াত করতেন বলে তার পাসপোর্টের তথ্য থেকে জানা গেছে।