Print Date & Time : 11 August 2025 Monday 11:48 am

শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

শেয়ার বিজ ডেস্ক: হযরত শাহজালাল(রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ বিকাল ৪ টা ৫৪ মিনিটে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম। তবে ঠিক কি কারণে বিমানবন্দর বন্ধ করা হয়েছে তা জানানো হয়নি। সূত্রের দাবি সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার পর অনেকে দেশত্যাগ করতে চাইছেন। এতে বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এমনটা ধারণা করে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।