শাহবাগে ৭ ঘণ্টা অবরোধ আউটসোর্সিং কল্যাণ পরিষদের

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। বিকাল ৪টার আগে কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান।

সেখান থেকে ফিরে এসে বিকাল ৫টার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তাই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রফিকুল ইসলাম আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো কর্মচারী প্রতারণার শিকার হলে সরকারকে জানাতে বলা হয়েছে। তদন্ত করে এমন কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং সব সমস্যার সমাধান করা হবেÑএসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের কর্মসূচি তুলে নেয়া হয়। অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।