Print Date & Time : 10 August 2025 Sunday 1:08 pm

শাহরুখের বাড়িতে অভিযান

বলিউড তারকা শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বৃহস্পতিবার দুপুরে মুম্বাইতে শাহরুখ খানের বাড়ি মান্নতে অভিযান চালাতে প্রবেশ করে এনসিবি কর্মকর্তারা।

এ সময় বাড়ির প্রবেশমুখে এনসিবি কর্মকর্তাদের আটকে দেন বাড়িটির নিরাপত্তারক্ষীরা। পরে সরকারি কাগজপত্র দেখালে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তল্লাশি চালাচ্ছেন এনসিবি কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

এর আগে মাদক মামলায় গ্রেপ্তার হন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ৩ অক্টোবর একটি প্রমোদতরী থেকে তাঁকেসহ সাতজনকে আটক ও পরে গ্রেপ্তার করে এনসিবি। এরপর কয়েক দফা জামিনের আবেদন করলে শুনানির পর আদালত তাঁকে কারাগারে পাঠান। গতকাল বুধবার এক শুনানির পর আদালত আবারও তাঁর জামিন নামঞ্জুর করেন। আপাতত  আরিয়ান খানকে কারাগারেই থাকতে হবে।

এদিকে বলিউডের আরেক অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের নামেও সমন জারি করা হয়েছে। মাদক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলিউডের উঠতি তারকা অনন্যা পান্ডেকে। তাঁদের বাড়িতেও এনসিবির তল্লাশি চালানোর কথা রয়েছে।