Print Date & Time : 23 July 2025 Wednesday 7:22 am

শাহরুখ পুত্র আরিয়ান গ্রেফতারের পেছনে বিজেপি!

শেয়ার বিজ ডেস্ক: মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ বেশ কয়েক জনকে গ্রেফতারের পিছনে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কলকাঠি রয়েছে, এমন গুঞ্জন উঠেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

অভিযোগ, বিজেপির এক নেতা প্রমোদতরীর মাদক পার্টির খবর দিয়েছিলেন এনসিবিকে (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা মাদক নিয়ন্ত্রণ সংস্থা)। আরিয়ানদের গ্রেফতার করার পরে তাঁদের যখন হেফাজতে নিয়ে যাচ্ছে এনসিবি, তখনও তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল বিজেপি নেতা মণীশ ভানুশালীকে। এর পরেই মহারাষ্ট্র সরকারের  মন্ত্রী নবাব মালিক এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ তোলেন।

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমকে মণীশ বলেন, ‘‘১ অক্টোবর আমি মাদক পার্টির খবর পাই। আমার এক বন্ধু আমাকে এনসিবির কাছে যেতে বলেন। আগে থেকেই এনসিবির কাছে খবর ছিল। ২ অক্টোবর প্রমোদতরীতে হানা দেওয়া হয়। সাক্ষী হিসেবে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছিল। আমি জানতাম না প্রমোদতরীতে শাহরুখের ছেলেও আছেন।’

এদিকে এ ঘটনায় জড়িয়ে যাওয়ার পরপর্ নিজের ও পরিবারের নিরাপত্তার আবেদন করেছেন মণীশ।