Print Date & Time : 11 September 2025 Thursday 4:44 pm

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভা গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আব্দুল করিম (নাজিম), পরিচালক ড. আনোয়ার হোসেন খান, সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, তৌহিদুর রহমান, এ কে আজাদ, নাছির উদ্দিন খান ও জেবুন নাহার ডিজিটাল প্লাটফর্মে অংশ নেন। উপস্থিত ছিলেন পরিচালক ফকির মাসরিকুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব আবুল বাশার। বিজ্ঞপ্তি