শাহ্জালাল ইসলামী ব্যাংক ও স্মল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রুপ সিইও খালিদ ফেল্লাহি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেনÑশাহ্জালাল ব্যাংকের এএমডি এম. আখতার হোসেন, ট্রেজারি প্রধান জাহাঙ্গীর জাবেদ, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, স্মল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের উত্তর ইউরোপ, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক স্টেনলি ওয়াচ প্রমুখ। বিজ্ঞপ্তি