শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন, ২০২৩’ ডিজিটাল প্ল্যাটফর্মে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম (নাজিম), পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, ফকির আখতারুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ। তাছাড়া সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এসএম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি