শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআইডিএসএস) সার্টিফিকেট অর্জন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, রাইট টাইম লিমিটেডের এমডি ড. মোহাম্মদ তোহিদুর রহমান ভূঁইয়ার কাছ থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সার্টিফিকেট গ্রহণ করেন। রাইট টাইম লিমিটেড দেশের শীর্ষস্থানীয় আইটি নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
