Print Date & Time : 3 September 2025 Wednesday 8:26 pm

শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটি পুনর্গঠন

সম্প্রতি অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩৩ তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। একই সভায় ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন।

আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৯৫৪ সালে জš§গ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন এবং একাধিক তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি রাসেল স্পিনিং মিলস লিমিটেড, পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিয়া কটন মিলস লিমিটেড, রাসেল গার্মেন্ট, রাসেল অ্যাপারেলস, রাসেল ওয়াশিং প্লান্ট, একরাম সোয়েটারস লিমিটেড, নুরুল ইসলাম স্পিনিং মিলস লিমিটেড, হেলাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, তফাজ ড্রেসেস লিমিটেড এবং গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন পাঁচরুখীতে জš§গ্রহণ করেন এবং তিনি শিক্ষাজীবন সম্পন্ন করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাকে একজন সফল নিট গার্মেন্ট ব্যবসায়ী হতে সহায়তা করে। ফকির আখতারুজ্জামান ফকির নিটওয়্যারস লিমিটেড, ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড এবং এফকেএল স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি