Print Date & Time : 15 September 2025 Monday 7:14 pm

শাহ্জালাল ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৬৯তম সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতী আবদুল হালীম বুখারী। সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য মুফতি শাহেদ রহমানী, ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, হামিদুর রহমান, এম. কামালউদ্দিন চৌধুরী, মু. ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার মো. আরিফুর রহমান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ্ সাহিদ, পরিচালক আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, তৌহিদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ গোলাম কুদ্দুস, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসিরউদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি