শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এজিএমে ২০২১ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার। অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও মো. গোলাম কুদ্দুস, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. হারুন মিয়া, মো. আব্দুল বারেক প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 September 2025 Monday 8:30 am
শাহ্জালাল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: