Print Date & Time : 12 September 2025 Friday 11:40 pm

শাহ্জালাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ে কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে গত শনিবার বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম এবং ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং একাডেমির অধ্যক্ষ মো. সাইদুর রহমান। দেশের এসএমই খাতকে অধিকতর গতিশীল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪০টি শাখার বিনিয়োগ কর্মকর্তাদের অংশগ্রহণে পুনঃঅর্থায়ন স্কিমের ওপর এ কর্মশালা আয়োজন করে। বিজ্ঞপ্তি