Print Date & Time : 6 August 2025 Wednesday 4:23 am

শাহ্জালাল ব্যাংকে শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায় অগ্রগতি সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকদের সঙ্গে সম্প্রতি কক্সবাজারের ওসেন প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে ব্যবসায়িক অগ্রগতি সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কুদ্দুস, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. মশিউর রহমান চমক, ফকির মাশরিকুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক কে এ এম মাজেদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি