Print Date & Time : 20 July 2025 Sunday 3:11 am

শাহ আব্দুল করিম লোক উৎসব আয়োজনে বিকাশের সহযোগিতা

 

সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীরের উজানধলে কালোত্তীর্ণ লোকগানের স্রষ্টা বাউলসম্রাট শাহ আবদুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে শেষ হলো দুদিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব, ২০২৪’। বাউল সম্রাটের ১০৯তম জš§দিন উপলক্ষে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় ছিল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। গত বৃহস্পতিবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও বাউল সম্রাটপুত্র শাহ নুর জালালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিকাশের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি