শাহ আমানত বিমানবন্দরে আট কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের দুটি ফ্লাইট থেকে আট কেজি ১৫৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। যার বাজারদর প্রায় সাড়ে তিন কোটি টাকা। একই সঙ্গে গতকাল রোববার সকাল সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে সাড়ে পাঁচ লাখ টাকার সিগারেট জব্দ করে তারা।
বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান, গতকাল দুটি স্বর্ণের ও একটি সিগারেটের চালান আটক করে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস। প্রথম চালানটিতে এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণ বার ছিল। যার বাজারদর প্রায় ৫০ লাখ টাকা। ওই ফ্লাইটটি মাসকাট থেকে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামে আসে। এ স্বর্ণগুলো দুটি ফ্রাইপ্যানের হাতলে লুকিয়ে আনা হচ্ছিল, যা পরে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে। এগুলোর বাহক ছিল ফটিকছড়ির আসাদুজ্জামান ও রাঙ্গুনিয়ার কামাল উদ্দিন। তাদের আটক করা হয়েছে।
একই সময়ে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে পাঁচ লাখ ৭৬ হাজার টাকা সিগারেট জব্দ করে কর্মকর্তারা। ওই ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে আসে। বিজি-১৪৮ ফ্লাইটে যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং করার সময় দুটি ব্যাগেজ নিয়ে সন্দেহ হয় কাস্টম কর্মকর্তাদের। এ সময় কার ব্যাগেজ জানতে চাইলে দাবিদার মেলেনি। এরপর দুই ঘণ্টা পর আরও দুটি ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ চার ব্যাগেজে ২৮৮ কার্টুন সিগারেট ছিল। এর মধ্যে ২৫০ কার্টুন ডানহিল ও ৩৮ কার্টুন ৫৫৫ ব্র্যান্ডের ৫৭ হাজার ৬০০ সিগারেটের ছিল।
এদিকে বিকাল ৩টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট থেকে প্রায় সাত কেটি স্বর্ণ জব্দ করা হয়েছে। এতে ৬০টি বারে মোট স্বর্ণের পরিমাণ ছয় কেজি ৯৯৮ গ্রাম। যার বাজারদর প্রায় তিন কোটি টাকা। তবে এর কোনো বাহক বা মালিক পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় বিমানের ভেতর এগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, ফটিকছড়ির আসাদুজ্জামান ও রাঙ্গুনিয়ার কামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হলো। সিগারেট ও ব্যাংকক থেকে আসা সাত কেজি স্বর্ণ চালানের বাহক বা মালিক না পাওয়ায় কারও বিরুদ্ধে মামলা হয়নি। তবে যে সিটের পাশে পাওয়া গেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।