Print Date & Time : 9 August 2025 Saturday 4:02 pm

শায়েস্তাগঞ্জে পিঠা উৎসব

শেয়ার বিজ প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে দুদিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল শনিবার উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহির এমপি।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়া, জেলা পরিষদ সদস্য আবদুর রশিদ তালুকদার ইকবাল, জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আবদুল কবির, অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন প্রমুখ।

উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ৩০টি পিঠার স্টল নিয়ে বসেন। স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্যবাহী শতাধিক রকমের পিঠা রয়েছে। আজ রোববার বিকালে এ উৎসব শেষ হচ্ছে।