প্রতিনিধি, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে পাঁচটি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘স্ব মূল্যায়ন রিপোর্ট লেখা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, ‘সেলফ অ্যাসেসমেন্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের গুণাবলির একটি বিশেষ গুণ হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপ শুধু ছাত্রদের মধ্যেই নয়, সমাজের মধ্যেও রয়েছে। লিডারশিপ হয় স্যাক্রিফাইস থেকে, আত্মসংযম থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে, সেলফ অ্যাসেসমেন্ট থেকে।’ লিডার যদি বিশ্বাস অর্জন করতে না পারেন, তাহলে লিডারশিপ অর্জন করা যায় না।’
তিনি বলেন, ‘আপনারা যা করেন, তা নিজে বিশ্বাস করতে হবে এবং অন্যদের বিশ্বাসও অর্জন করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর। যদি শিক্ষকরা তাদের কাজ ঠিকমতো পালন করেন, তাহলে এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে।’
এসময় আইকিউএসি’র পরিচালক ড. বনানী বিশ্বাস, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।