Print Date & Time : 7 July 2025 Monday 5:29 am

শিক্ষক পরিমল চন্দ্র বালা আর নেই

প্রতিনিধি,গোপালগঞ্জ : না ফেরার দেশে চলে গেলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি কে কে টি হাজী এনসি ইনস্টিটিউটের সহকারী শিক্ষক পরিমল চন্দ্র বালা (৫৮)।

জানা গেছে, গতকাল রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় পরিমল চন্দ্র বালা তার সদর উপজেলার রঘুনাথপুর মধ্যপাড়ার বাড়িতে স্ট্রোক করেন। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।