Print Date & Time : 30 August 2025 Saturday 3:58 pm

শিক্ষক হত্যার বিচার চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসার মাঠে শিক্ষক জিয়াউর রহমান হত্যাকান্ডের প্রতিবাদ ও দ্রুত আসামী গ্রেপ্তারের দাবী নিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে সারিবদ্ধ দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।

স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষক সংগঠনের প্রায় ৫’শ জন মানুষ এ মানববন্ধনে অংশ নেন। এর বাইরে মহেশখালীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ স্ব-স্ব প্রতিষ্ঠানে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা জানান- শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ অস্ত্র হাতে প্রবেশ করে শিক্ষক হত্যাকান্ডের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিরূপ প্রভাব ফেলেছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ করে দ্রুত শিক্ষক জিয়াউর রহমান হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তারা। এসময় প্রশাসনকে উদ্দেশ্য করে তারা আরো জানান- ঘটনার সাথে জড়িত মূল আসামীরা দ্রুত গ্রেপ্তার না হলে তাদের আন্দোলন চলতে থাকবে।

এসময় বক্তব্য রাখেন- মহেশখালী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমদ কবির, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মকছুদুর রহমান, বড়মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গত ২৫ আগস্ট দুপুর ১ টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সুমাইয়া (রাঃ) বালিকা মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক জিয়াউর রহমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ তৌহিদ বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এদিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানিয়েছেন- হত্যার মূল রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।