Print Date & Time : 6 July 2025 Sunday 8:54 am

শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা-অপদস্ত করার ঘটনায় সোচ্চার হয়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক-শিক্ষার্থীরা। এসব ঘটনার প্রতিবাদে জেলার আশুগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীরা করেছেন মানববন্ধন-সমাবেশ।

গতকাল দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সামনে আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে মানববন্ধনে মিলিত হন।

ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শামছুল আলম শাহীন, সহকারী অধ্যাপক নাজমা বেগম, প্রভাষক গোলাম মাওলা প্রমুখ।