প্রতিনিধি, বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে র্যাগিংয়ে শিকার শিক্ষার্থী বিচার চাইতে গিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় উল্টো সাংবাদিকদের পিটিয়েছেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে শিক্ষক ডা. পবিত্র ও ও মাসুম বিল্লাহ।
শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) র্যাগিংয়ের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের প্রথমে চর-থাপ্পর, পরে চেয়ার দিয়ে পেটাতে থাকেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা।
শেরে বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র্যাগিংয়ের শিকার হন গত বৃহস্পতিবার। তার বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে যান কলেজ অধ্যক্ষের কাছে। এসময় সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসানসহ চ্যানেল টোয়েন্টি ফোরের প্রাচুর্য রানা, চিত্র সাংবাদিক আমিন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম মরিফও তথ্য সংগ্রহের জন্য যান।
ভুক্তভোগীরা তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎই হামলা সাংবাদিকদের ওপর চালায় কলেজ অধ্যক্ষসহ তার সহযোগীরা। সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র্যাগিংয়ের শিকার ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।
আহত সাংবাদিকরা জানায়, প্রায় ঘন্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খোলে দুপুর ১ টার দিকে। এসময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বরিশাল মেডিকেল হোস্টেলে র্যাগিয়ের শিকার ঐ ছাত্রী ও তার মা অভিযোগ দেন।