Print Date & Time : 5 September 2025 Friday 6:32 pm

শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ বিশেষ কর্মশালা

প্রতিনিধি, মৌলভীবাজার : ‘পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই’ এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধ করতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ গ্রন্থাগারে অনুষ্ঠিত কর্মশালার প্রধান আলোচক ও শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান সুদর্শন শীলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রফি আহমদ চৌধুরী। এসময় বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত কর্মশালায় কলেজের বিভিন্ন শ্রেণী ও বিভাগের প্রায় দেড়শো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।