Print Date & Time : 17 August 2025 Sunday 7:30 am

শিক্ষার্থী-অভিভাবকরা অ্যাপসেই দিতে পারবেন মতামত-অভিযোগ

এইচ এম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চারটি স্তম্ভের অন্যতমটি হচ্ছে স্মার্ট সিটিজেন। আর শিক্ষার মানোন্নয়নে স্মার্ট সিটিজেন অতীব গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে দেশে এ প্রথম চালু হলো ‘স্মার্ট অভিযোগ বক্স’। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ-মতামত-পরামর্শ গ্রহণের দ্রুততম এবং স্মার্ট মাধ্যম হিসেবে ‘স্মার্ট অভিযোগ বক্স’ নামে ডিজিটাল মাধ্যমটির সংযোজন ঘটাল উপজেলা প্রশাসন। অনলাইনে ঘরে বসেই কেবল একটি অ্যাপসের মাধ্যমে ব্যবহারযোগ্য অভিযোগ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনভিত্তিক এ এপ্লিকেশনটি ব্যবহার করে উপজেলার যে কোনো অভিভাবক ও ছাত্রছাত্রী সরাসরি তার অভিযোগ-মতামত-পরামর্শ উপজেলা প্রশাসন বরাবর প্রেরণ করতে পারবেন। তাদের প্রেরিত অভিযোগ-মতামত-পরামর্শ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আমলে নিয়ে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এটি ব্যবহারের জন্য যে কোনো এনড্রয়েড মোবাইল ফোন দিয়ে চষধু ংঃড়ৎব থেকে ‘স্মার্ট অভিযোগ বক্স’ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করতে হবে অথবা যেকোনো ব্রাউজারে িি.িংসধৎঃধারলড়মনড়ী.পড়স এই ঠিকানার মাধ্যমে প্রবেশ করতে হবে। এরপর প্রয়োজনীয় কিছু তথ্য পূরণ করে অভিযোগ/মতামত লিখে খুব সহজেই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করা যাবে।

আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মার্ট অভিযোগ বক্সের উদ্বোধন করা হয়। ইউএনও শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী প্রমুখ।

 আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাহিদ আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।