Print Date & Time : 29 August 2025 Friday 8:27 pm

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: নাহিদের পর মোরসালিনের ‍মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেটে ঢাকা কলেজ ছাত্র ও দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন। এই নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

নিহত মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ বলেন, আমার ভাই মার্কেটে একটি রেডিমেট দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। মঙ্গলবার সকালে সংঘর্ষের সময় আমার ভাই গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।

মোরসালিন কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

এর আগে এই ঘটনায় আহত নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে মারা যান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এছাড়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।