জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব, অসহায় ও মেধাবী ১৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও জামশেদ আলম রানা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ, নৈতিক ও মানবিক। আমাদের প্রত্যাশা—এই ক্ষুদ্র উদ্যোগে শিক্ষার্থীরা পাঠদানে উৎসাহ পাবে। শিক্ষার্থীদের পাশে শিক্ষা উপকরণ নিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ধন্যপুর ইউপি সদস্য কফিলউদ্দিন এবং পাঁচপাড়া ইউপি সদস্য আবদুল হান্নান।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ক্ষেত্রে তাদের এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একে