রাজধানীতে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এনইউ ভিসি

শিক্ষা ব্যবস্থাকে ৩০ বছর পিছিয়ে দেয়া হয়েছে

মুক্তা বেগম, গাজীপুর : বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ৩০ বছর পিছিয়ে দেয়া হয়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সময়সাপেক্ষ হলেও, আমরা ইতোমধ্যে সংস্কার কাজ শুরু করেছি বলে মন্তব্য করে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গভীর চিত্র তুলে ধরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এই বক্তব্যের মধ্য দিয়ে উপাচার্য দেশের শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এবং তা কাটিয়ে ওঠার দিকনির্দেশনা দেন, যা ভবিষ্যতের জন্য একটি সাহসী ও বাস্তবধর্মী বার্তা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আয়োজিত ‘নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গুণগত শিক্ষার উন্নয়নে সিলেবাস সংস্কারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

উপাচার্য বলেন, ‘শিক্ষকদের দলাদলি শিক্ষার পরিবেশ নষ্ট করছে। ইনকোর্স পরীক্ষাকে যারা তামাশায় পরিণত করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ফলাফলে স্বচ্ছতা আনতে আগামী পরীক্ষায় আমরা ‘ডাবল এক্সামিনার’ পদ্ধতি চালু করতে যাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, ‘শহীদ আবু সাঈদ এবং শহীদ মীর মুগ্ধের নামে কয়েক কোটি টাকার বৃত্তি প্রকল্পের কাজ এগিয়ে চলছে এবং এটি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এইচ এম অলিউল্লাহ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

একে