Print Date & Time : 13 September 2025 Saturday 4:28 am

শিগগিরই টিকা বিতরণের পরিকল্পনা জানাবে যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: প্রতিশ্রুতি দেয়া করোনাভাইরাসজনিত রোগের (কভিড-১৯) আট কোটি টিকার ডোজ বিশ্বের দরিদ্র দেশগুলোয় কীভাবে বিক্রি ও বিতরণ করবে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কোস্টা রিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। খবর: রয়টার্স।

ব্লিনকেন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিকে যুক্ত না করে টিকার ন্যায্য বিতরণকেই প্রাধান্য দেবে।

এর আগে সোমবার বাইডেন জানিয়েছিলেন, এরই মধ্যে অন্যান্য দেশকে দেয়ার পরিকল্পনা করা অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি ডোজের পাশাপাশি ফাইজার-বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের আরও অন্তত দুই কোটি ডোজ বিতরণ করবে তার প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লাতিন আমেরিকায় প্রথম সফরে গিয়ে ব্লিনকেন বলেন, ওই টিকাগুলো আমরা কীভাবে বিতরণ ও বিক্রি করব, সেই প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করব। ঘোষণায় প্রক্রিয়াটির মানদণ্ড ও বিস্তারিত বিষয় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ভারত ও ব্রাজিলের মতো মহামারিতে পর্যুদস্ত হয়ে পড়া বিভিন্ন দেশে প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্বৃত্ত টিকা বিতরণের আহ্বান জানিয়েছে বহু পক্ষ, যা নিয়ে চাপে আছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার বিশ্বব্যাংক অতিরিক্ত টিকা ছেড়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।