Print Date & Time : 6 September 2025 Saturday 1:34 am

শিগগিরই শুরু হচ্ছে অমীমাংসিত স্টক লভ্যাংশের দাবি নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক:সিএমএসএফের ২৩তম বোর্ড সভায় অমীমাংসিত নগদ ও স্টক লভ্যাংশের দাবি নিষ্পত্তির কার্যকরী নির্দেশিকা (অপারেশনাল গাইডলাইন) অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতামত এবং পুনঃনিরীক্ষণের জন্য গাইডলাইনটি পাঠানো হয়েছে। কমিশনের অনুমোদন পাওয়া সাপেক্ষে অমীমাংসিত স্টক লভ্যাংশের দাবি নিষ্পত্তি শুরু করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। গতকাল সিএমএসএফের মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড রুমে ২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ১৫ মার্চ রাজধানীর এক হোটেলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের উপস্থিতিতে সিএমএসএফ আনুষ্ঠানিকভাবে নগদ লভ্যাংশের দাবি নিষ্পত্তি শুরু করে। এ ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১১৩ জন বিনিয়োগকারীর অমীমাংসিত নগদ লভ্যাংশের দাবি নিষ্পত্তি করা হয়েছে এবং আরও ২৮ জন বিনিয়োগকারীর অমীমাংসিত নগদ লভ্যাংশের দাবি নিষ্পত্তির অনুমোদন দেয়া হয়েছে।

বিধিমালা অনুসারে, সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর কাছ থেকে অদাবিকৃত এবং অবণ্টিত নগদ বা স্টক লভ্যাংশ, অফেরত পাবলিক সাবস্ক্রিপশনের অর্থ এবং অ-বরাদ্দকৃত রাইট শেয়ার স্থানান্তর করার মাধ্যমে প্রাপ্ত বিনিয়োগকারীদের পক্ষে অভিভাবক হিসেবে কাজ করে। তহবিলে জমা করা নগদ বা স্টক যে কোনো সময়ে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের দ্বারা যথাযথ দাবির ওপর ভিত্তি করে পরিশোধ বা নিষ্পত্তি করা হবে। সিএমএসএফ তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়, অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা, বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ প্রদান, তালিকাভুক্ত সিকিউরিটিজ ধার দেয়া ও ধার নেয়া এবং বিনিয়োগকারীদের দাবির নিষ্পত্তির মাধ্যমে বাজারে তারল্য নিশ্চিত করে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সাহায্য করে। এ ধারাবাহিকতায় পুঁজিবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে সিএমএসএফ ২০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করে।

বিধিমালা অনুযায়ী, সিএমএসএফ ফান্ডে টাকা স্থানান্তর হওয়ার পর যদি কোনো বিনিয়োগকারী তার নগদ লভ্যাংশ দাবি করে, তাহলে এরূপ দাবি গ্রহণের ১৫ দিনের মধ্যে ইস্যুয়ার কোম্পানি দাবির সত্যতা যাচাই করে তা সিএমএসএফ’কে পাঠাবে। অতঃপর সিএমএসএফ আবার যাচাই-বাছাই করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দাবিকৃত অর্থ বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দেয়। স্টক লভ্যাংশ দাবির ক্ষেত্রে সিএমএসএফ বিও অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে দাবিকৃত শেয়ার পাঠিয়ে দেয়।