শিপার্স কাউন্সিলের পর্ষদ সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা গতকাল বুধবার কাউন্সিলের ধানমন্ডি নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট সংকটময় পরিস্থিতি ও প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান মো. মুনির হোসেন, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান (খোকন), সৈয়দ মো. বখতিয়ার ও গনেশ চন্দ্র সাহা পর্ষদ সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি