শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২০ ও ২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের নবম সভা গত মঙ্গলবার কাউন্সিলের ধানমন্ডিস্থ কার্যালয়ে চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান মো. মুনির হোসেন এবং পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান (খোকন), সৈয়দ মো. বখতিয়ার, মো. নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম, গনেশ চন্দ্র সাহা ও আতাউর রহমান খান পর্ষদ সভায় যোগ দেন। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও এসসিবির হিসাব বিবরণী এবং অত্র কাউন্সিলের ৪০তম বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান নির্ধারণসহ বাজেট অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 14 September 2025 Sunday 12:12 pm
শিপার্স কাউন্সিলের পর্ষদ সভা অনুষ্ঠিত
পত্রিকা ♦ প্রকাশ: