শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর ধানমন্ডিতে কাউন্সিলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভায় কাউন্সিলের নির্বাচন বোর্ডের সদস্য বিনয় কৃষ্ণ মণ্ডল ২০২২-২৩ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিতরা হলেনÑ চেয়ারম্যান মো. রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মো. আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান একেএম আমিনুল মান্নান (খোকন)। পরিচালকরা হলেনÑমো. মুনির হোসেন, আরজু রহমান ভূঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, মো. নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম, গণেশ চন্দ্র সাহা, আতাউর রহমান খান ও কেএম আরিফুজ্জামান। বিজ্ঞপ্তি
