শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিতে উপচেপড়া ভিড়

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লকডাউন শেষে লঞ্চ ও সিবোট চলাচল শুরু হয়েছে। তবে এখনও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়নি শিমুলিয়া ঘাট থেকে। যাত্রার প্রথমদিনে গতকাল ফেরিতে তীব্র যাত্রী চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া ফেরিগুলোতে ছিল পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের তীব্র চাপ।

শিমুলিয়া ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ৬৬ দিন পর আবারও যাত্রীর পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে লঞ্চ ও সিবোট ঘাট। পারাপার শুরু হয়েছে নৌযানে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করিয়ে লঞ্চগুলোতে তোলা হচ্ছে যাত্রী। তবে শুরুতে সিবোটে আগের মতো যাত্রী তোলা হলেও পরে নৌপুলিশের হস্তক্ষেপে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী তোলা শুরু হয়।

এদিকে ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক দিনগুলোর মতো ফেরি চলাচল করছে। লকডাউনের দিনগুলোর মতো ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। তবে এখন ফেরি ভর্তি যানবাহনই বেশি দেখা যাচ্ছে। যাত্রীর সংখ্যাও বেশি। বাসস্ট্যান্ডগুলোতে বাস থাকলেও ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা আগের মতো ছোট ছোট যানবাহনে করে ঢাকায় যাচ্ছে।

মাওয়া নৌপুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, দীর্ঘদিন পর শিমুলিয়া লঞ্চ ও সিবোট ঘাটে যাত্রীর

কোলাহল শুরু হয়েছে। তবে উভয়মুখী যাত্রীর চলাচল ছিল বেশি। সামাজিক দূরত্ব বজায় রেখেই লঞ্চ সিবোট ছেড়ে যাচ্ছে বলেও জানান তিনি।