Print Date & Time : 22 July 2025 Tuesday 3:35 am

শিমুলিয়া ঘাটে আজও যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে আজও মুন্সিগঞ্জের শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখী ঈদ ফেরত যাত্রীদের ভিড় দেখা গেছে।

এর পাশাপাশি রাজধানী থেকেও যাত্রীদের দক্ষিণাঞ্চল যেতে দেখা গেছে।

আজ সোমবার সকালে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। তবে সকাল থেকে এই নৌরুটে ১৭ টি ফেরি চলাচল করছে বিরামহীনভাবে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন: অন্যান্য নৌযান বন্ধ থাকায় ফেরিগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।